বসুখালী দারুল উলুম দাখিল মাদরাসা |
মহান আল্লাহ তায়ালার বাণী- اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِيْ خَلَقَ- خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ- اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ- الَّذِيْ عَلَّمَ بِالْقَلَمِ- عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ- ‘পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড় এবং তোমার প্রতিপালক মহা সম্মানিত। যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন, যা সে জানত না’ (সুরা আলাক ১-৫)।
হেরা পর্বতের নির্জন গুহায় নবী করীম (ছাঃ) যখন রবের ধ্যানে গভীরভাবে নিমগ্ন, ইসলামের সেই ঊষালগ্নে মহান আল্লাহ সুরা আলাকের ৫টি আয়াত জিবরাঈল (আঃ)-এর মাধ্যমে প্রেরণ করে অহির শুভ সূচনা করেন। এ ৫টি আয়াত মূলতঃ তাওহীদ ভিত্তিক জ্ঞান বিকাশের আহবান। রাসূলুল্লাহ (ছাঃ) একটি সফল সমাজ বিপ্লব সাধনের জন্য জাবালে নুর পাহাড়ে দাঁড়িয়ে, কা‘বা ঘরের চত্বরে , মানুষের দ্বারে ঘুরে ঘুরে ‘ইক্বরা’ তথা পড়ার সবক দিয়েছিলেন। আল্লাহর নবী হিসাবে তিনি ভাল করেই জানতেন সমাজের মানুষকে সুশিক্ষিত করতে না পারলে, তাদের নৈতিক চরিত্রের সংশোধন ও উন্নতি বিধান করতে না পারলে সমাজের মধ্যে বন্যার স্রোতের ন্যায় সম্পদের প্রবাহ সৃষ্টি হ’লেও তাতে মানুষের কোন কল্যাণ সাধিত হবে না। সঠিক বিদ্যার্জন না করলে জ্ঞানের গভীরতা, ব্যাপকতা ও পরিপক্কতা আসবে না। তাই তো কুরআন ও হাদীছে জ্ঞান চর্চার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
সে আলোকে বসুখালী দারুল উলুম দাখিল মাদরাসা ১৯৮৬ সাল থেকে অতি সুনামের সহিত জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে ছাত্র-ছাত্রীদের মাঝে । এই আলোর ধারা অব্যাহত রাখতে মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করে মানুষের কল্যাণ ও সুসভ্য জাতি গঠনে আমরা বদ্ধপরিকর। আল্লাহ আমাদের তাওফিক দান করুন, আমিন।